প্রতিনিয়ত আমাদের অপরিচিত নাম্বার থেকে অনেক কল এবং এসএমএস এসে থাকে। অনেকে বিরক্ত করে আবার অনেকে প্রতারণার জন্য কল অথবা এসএমএস দিয়ে থাকে। আমরা তাদের পরিচয় না জেনেই অনেকে প্রতারিত হয়ে থাকি। কিন্তু এখন থেকে একটি অ্যাপস এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব। আশা করি সম্পূর্ণ সময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অপরিচিত নাম্বারের পরিচয় নাম ঠিকানা ছবি লোকেশন ইত্যাদি বের করা যায়।
প্রথমত গুগল প্লে-স্টোর থেকে 'Truecaller' অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে।
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় |
ইন্সটল করার পর অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে নিচে সবুজ বোতামে 'GET STARTED' লেখা পাবেন, সেখানে ক্লিক করতে হবে। তারপর কিছু পারমিশন চাইবে। যেমন - Set Truecaller as your default phone app, Set Truecaller as your default caller ID and spam app ইত্যাদি।
সবগুলো পারমিশন-ই 'Truecaller' সিলেক্ট করে নিচে 'SET AS DEFAULT' বাটনে ক্লিক করতে হবে।
তারপর এমন একটি উইন্ডো আসবে।
এখানে আপনি আপনার ব্যক্তিগত সিম কার্ডের নাম্বারটি লিখবেন এবং Continue বাটনে ক্লিক করবেন। তারপর কিছু পারমিশন চাইবে সেগুলো আপনি agree করে দিবেন। এখন Truecaller থেকে আপনার ওই নাম্বারে কল দিয়ে ভেরিফাই করা হবে।
ভেরিফাই শেষ হবার পর আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে।
ভেরিফাই করার জন্য তিনটি অপশন আসবে। Google, Facebook, Type name manually এখান থেকে সবথেকে নিচের অপশনটি 'Type name manually' সিলেট করতে হবে।
একদম উপরে গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে সেট করে নিবেন। তারপর 'First Name' অপশনে আপনার নামের প্রথম অংশ এবং 'Last Name' অপশনে আপনার নামের শেষ অংশ লিখবেন। Email অপশনে আপনার নিজের ইমেইল এড্রেসটি লিখবেন। এবার একদম নিচে 'Continue' বাটনে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ। নিয়ে যাওয়া হবে আপনার মেইন ড্যাশবোর্ডে।
চলুন এখন 'Truecaller' অ্যাপস এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করা যাক।
অপরিচিত নাম্বারের নাম-পরিচয়, ঠিকানা বের করা:
দৈনন্দিন জীবনে মজা করার জন্য অথবা বিভিন্ন প্রকার ক্ষতি করার জন্য অপরিচিত নাম্বার থেকে প্রতিদিন আমাদের অসংখ্য কল এবং এসএমএস দেওয়া হয়। কিন্তু তাদের পরিচয় না জানার কারণে আমরা নানাভাবে প্রতারণার শিকার হয়ে থাকি। এখন থেকে এই সমস্যার সমাধান করা যাবে এই অ্যাপসটির মাধ্যমে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই সমস্যার সমাধান করবেন। প্রথমে যে নাম্বার থেকে আপনাকে কল অথবা এসএমএস দেওয়া হয়েছে সেই নাম্বারটি কপি করুন। তারপর ট্রুকলার অ্যাপসটি ওপেন করুন। একদম উপরে একটি সার্চ অপশন দেখতে পাবেন। সেখানে নাম্বারটি পেস্ট করুন এবং সার্চ করুন। অবশ্যই ফোনের ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। দেখবেন মুহূর্তের মধ্যেই ওই নাম্বারের নাম, ঠিকানা, পরিচয়, ছবি সবকিছু বের হয়ে আসবে।অপ্রয়োজনীয় নাম্বার ব্লক করা:
সাধারণত স্মার্টফোনে সরাসরি যেকোনো নাম্বার ব্লক করা যায় না। এর জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করা লাগে। কিন্তু Truecaller ব্যবহারকারীদের এই সমস্যা ফেস করতে হবে না। কারণ এই অ্যাপস এর মাধ্যমেই আপনি যেকোনো নাম্বার ব্লক করে রাখতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনি ট্রুকলার এর মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার ব্লক করে রাখবেন। প্রথমে আপনি ট্রুকলার অ্যাপস এ প্রবেশ করবেন। তারপর একদম নিচে বাম কোনায় 'কল লগ' অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে যে নাম্বার থেকে বারবার বিরক্ত করা হচ্ছে অথবা অপ্রয়োজনীয় নাম্বার সবকিছু এখানে দেখতে পাবেন। এখন যে নাম্বারটি আপনি ব্লক করতে চান সে নাম্বারটি আলতো করে চেপে ধরুন।এখন একদম উপরে ডান কোনায় দেখুন ব্লক অপশন চলে এসেছে, সেখানে ক্লিক করুন। এখন দেখবেন একদম নিচে 'BLOCK' নামের লাল একটি বাটন দেখতে পাবেন, সেখানেই ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এভাবে অপরিচিত নাম্বার ব্লক করে রাখুন এবং নিজে নিরাপদে থাকুন।
এক নজরে Truecaller এর সমস্ত ফিচার:
* এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কাউকে কল দিতে পারবেন।* এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কাউকে এসএমএস করতে পারবেন।
* অপরিচিত নাম্বারের নাম, ঠিকানা, পরিচয় সহ লোকেশন জানতে করতে পারবেন।
* অপরিচিত নাম্বারের মালিকের ছবি দেখতে পাবেন।
* অপ্রয়োজনীয় নাম্বার ব্লক করতে পারবেন।
* অপ্রয়োজনে এসএমএস ব্লক করতে পারবেন।
* নির্দিষ্ট নাম্বার অথবা এসএমএস পিন করে রাখতে পারবেন।
* আপনার প্রোফাইল কে কে দেখছে তা জানতে পারবেন।
* যেকোনো নাম্বার কন্টাক্ট লিস্টে সেভ করতে পারবেন।
* পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে অ্যাপসটি লক করে রাখতে পারবেন।
এছাড়া জানা-অজানা আরো অনেক ফিচার এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন।
সতর্কতা এবং নিরাপত্তা:
প্রতারণার জন্য আপনাকে অনেক সময় বিকাশ নগদ সহ যেকোনো মোবাইল ব্যাংকিং অথবা আপনার ব্যাংক একাউন্টের পিন রিসেট করার জন্য অনেক প্রতারক চক্র আপনাকে কল দিতে পারে। প্রতারক চক্র আপনার ব্যক্তিগত তথ্য চাইতে পারে। আপনি আগে আপনার ব্যক্তিগত তথ্য গুলো না দিয়ে এই অ্যাপস এর মাধ্যমে সেই নাম্বারে যাবতীয় খুঁটিনাটি বের করে ভেরিফাই করে নিতে পারেন। এতে করে আপনি নিরাপদে থাকতে পারবেন। আপনার ব্যক্তিগত তথ্য কোনো অপ্রয়োজনীয় কারো সাথে শেয়ার করবেন না।Truecaller কিভাবে কাজ করে?
এতক্ষণ আমরা শিখলাম ট্রুকলার এর মাধ্যমে কি কি করা যায়। কিন্তু আমরা কি এটা চিন্তা করে দেখেছি ট্রুকলার আসলে কিভাবে কাজ করে? চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক ট্রুকলার কিভাবে কাজ করে।প্রথমত আপনি যেমন এই অ্যাপটি ব্যবহার করছেন ঠিক আপনার মতই আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই এপস টি ব্যবহার করছে। আপনি আপনার সিম কার্ডে আপনার পরিচিতদের ফোন নাম্বার তাদের নাম ছবি ঠিকানা ইত্যাদি দিয়ে সেভ করে রাখেন। Truecaller অ্যাপটি আপনি যখনই চালু করছেন তখন Truecaller আপনার সমস্ত কন্টাক্ট লিস্টের নাম্বার গুলো কালেক্ট করে নিচ্ছে। এরকম লক্ষ লক্ষ মানুষের সেভ করা নাম্বার গুলো ট্রুকলার কালেক্ট করে তাদের সার্ভারে রেখে দিচ্ছে। এখন আপনি যখন কোন নাম্বারের নাম ঠিকানা বের করার জন্য অ্যাপসটিতে সেই নাম্বার দিয়ে সার্চ দিচ্ছেন, তখন অ্যাপসটি তাদের সার্ভারে চেক করে দেখছে আপনার সার্চ দেওয়া নাম্বারটি পৃথিবীর কেউ না কেউ তার নাম দিয়ে সেভ করে রেখেছে। ট্রুকলার মূলত সেই নামটি আপনাকে সামনে এনে দেয়। এভাবেই আপনি অপরিচিত নাম্বারের নাম পরিচয় জানতে পারেন।
শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। আমরা একজনে অনেকগুলো সিম কার্ড কিনে থাকি। সেই সিম কার্ড গুলো ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে থাকি। যেমন, google, facebook, twitter, whatsapp, instagram, imo ইত্যাদি। ট্রুকলার আপনার সার্চ দেওয়া নাম্বারটি যখন তাদের সার্ভারে খুঁজে না পায় তখন এই একাউন্ট গুলো খোলার জন্য সেই ব্যক্তি যে নাম ব্যবহার করেছে সেই নামটি ট্রুকলার সামনে নিয়ে আসে। ফেক অ্যাকাউন্ট খুব কমই আছে। সবাই কোন না কোন জায়গায় তাদের নিজের নাম ব্যবহার করে। তাই ট্রুকলার সব সিমের নাম্বার এবং নাম পরিচয় এভাবে জানতে পারে।
Truecaller অ্যাপস নিয়ে কারো যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।