বাংলালিংক বাংলাদেশের কমন একটি সিম কার্ড। দুর্দান্ত সার্ভিসের সাথে সবাই banglalink সিম ব্যবহার করে থাকে। আমরা অনেকে আমাদের প্রিয়জনের কল লিস্ট চেক করতে চাই। প্রিয়জনকে কার সাথে কখন কোন নাম্বারে কথা বলছে এ তথ্যগুলো জানতে চাই। আজ আমরা শিখব কিভাবে প্রিয়জন কোন কোন নাম্বারে কথা বলছে সেই বিস্তারিত জানা যায়।
প্রিয়জন যদি বাংলালিংক সিম ব্যবহার করে থাকে তাহলে আপনি খুব সহজেই এই তথ্যগুলো জানতে পারবেন। আজ আমরা শিখাবো বাংলালিংক সিমের কল লিস্ট কিভাবে বের করা যায়। অন্য কোন একদিন অন্য সিমের কল লিস্ট কিভাবে দেখা যায় সেগুলো শিখাবো। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবাই মনোযোগ সহকারে পড়বেন।
সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে My Banglalink অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে।
বাংলালিংক সিমের কল লিস্ট বের করার নিয়ম: |
ইনস্টল হওয়ার পর Open বাটনে ক্লিক করুন। অ্যাপসে প্রবেশ করার পর প্রথমে ভাষা নির্বাচন করার একটি অপশন আসবে। যেহেতু আমরা বাঙালি এজন্য সবাই বাংলা ভাষা সিলেক্ট করব। তবে আপনি যদি ভালোভাবে ইংরেজি বোঝেন তাহলে ইংলিশ সিলেক্ট করতে পারেন।
নতুন অ্যাকাউন্ট তৈরি করুন:
এবার My Banglalink অ্যাপসে আমাদের একটি একাউন্ট তৈরি করতে হবে। নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য 'লগইন / রেজিস্টার করুন' নামের বাটনটিতে ক্লিক করতে হবে।
এবার নতুন একটি উইন্ডো আসবেন সেখানে আপনি আপনার অথবা আপনার প্রিয়জনের বাংলালিংক নাম্বারটি লিখুন। তারপর 'আমি শর্তাবলী এবং প্রাইভেসি পলিসি পড়েছি এবং সম্মত হয়েছি' এই বক্সে ঠিক মার্ক দিন। এবার নিচে 'ওটিপি পাঠান' নামক ট্যাবটিতে ক্লিক করুন। এবার আপনার বসানো ফোন নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড আসবে। আপনি যে নাম্বারটি সেখানে দিয়েছেন সেই সিম কার্ডটি যদি আপনার ওই ফোনের ভিতরে থাকে তাহলে ওটিপি পিন কোড অটোমেটিক বসে যাবে। আর যদি ওই সিম কার্ডটি অন্য কোন ফোনের ভিতরে থাকে তাহলে সেই নাম্বারে অথবা সেই ফোনে একটি এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড যাবে। কোডটি আপনাকে মাই বাংলালিংক অ্যাপসে বসাতে হবে এবং 'যাচাই করুন' বাটনে ক্লিক করতে হবে। এভাবে আপনি 'My Banglalink' অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
ড্যাশবোর্ড সম্পর্কে ধারনা:
অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে।
ড্যাশবোর্ডে প্রথমে আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এবং কত দিন মেয়াদ আছে। তারপর নিচের দিকে একে একে দেখতে পাবেন আপনার সিমে কত মিনিট টক টাইম আছে, কতটি এসএমএস আছে, এবং কত ডাটা প্যাক আছে। সব ডিটেলস এর সাথে সাথে কত দিন মেয়াদ আছে সেটাও দেখতে পাবেন। আপনি যদি আরও নিচের দিকে আসেন তাহলে মিনিট প্যাক, ইন্টারনেট প্যাক, এসএমএস প্যাক সহ Banglalink এর যাবতীয় সার্ভিস পেয়ে যাবেন।
কিভাবে কল লিস্ট দেখা যায়?
কল লিস্ট দেখার জন্য ড্যাশবোর্ডের একদম নিচ থেকে ডান দিকে এক্সপ্লোর অপশনে ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডো আসবে।
সেখান থেকে 'ইউসেজ হিস্টোরি' অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যাবতীয় তথ্য দেখতে পারবেন। যেমন কার সাথে কত মিনিট কথা বলা হয়েছে, কোন নাম্বারে কথা বলা হয়েছে, কোন নাম্বার থেকে এসএমএস এসেছে, এসএমএস করা হয়েছে, যাবতীয় ডিটেলস এখানে পেয়ে যাবেন।
অতিরিক্ত সেবা:
১. ব্যালেন্স ট্রান্সফার:
এই অ্যাপস এর মধ্যে আপনি বাংলালিংক সিমের যাবতীয় খুঁটিনাটি দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। সমস্ত সেবার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সেবা রয়েছে। যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 'ব্যালেন্স ট্রান্সফার' সেবা। আপনি চাইলে আপনার সিম কার্ড থেকে অতিরিক্ত ব্যালেন্স আপনার প্রিয়জনের সিম কার্ডে ট্রান্সফার করে দিতে পারবেন।
২. রেফার:
এবার পাবেন রেফার অপশন। আপনি যদি আপনার বন্ধুকে মাই বাংলালিংক অ্যাপসে রেফার করে একটি একাউন্ট তৈরি করে দেন তাহলে আপনি সাথে সাথে পাবেন ৫০০ এমবি ডাটা প্যাক একদম ফ্রি। সময় এবং ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সময় এই অফার পরিবর্তিত হতে পারে।
৩. স্বাধীন মিউজিক:
আমরা সবাই জানি স্বাধীন মিউজিকের মাধ্যমে গান শোনা যায়। বাংলাদেশের স্বাধীন মিউজিকের মাধ্যমে গান শোনার জন্য বিভিন্ন প্যাক কেনা লাগে। আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে স্বাধীন মিউজিক থেকে গান শুনতে পারবেন।
৪. ইসলামিক আপডেট:
নামাজের বিভিন্ন আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন।
৫. কন্টাক্ট ব্যাকআপ:
চাইলে আপনি কন্টাক্ট ব্যাকআপ করে রাখতে পারবেন। এতে করে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া বিভিন্ন কন্টাক্ট আপনি এখান থেকে আবার পেতে পারবেন।
এছাড়া প্রয়োজনীয় যাবতীয় সেবা আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন।
USSD কোড:
এবার চলুন জেনে নেওয়া যাক বাংলালিংকের যাবতীয় USSD কোড। বিস্তারিত নিচে দেওয়া হল।
উপকারিতা:
এটি বাংলালিংকের একটি অফিসিয়াল এপ্লিকেশন। দৈনন্দিন জীবনে ডাক্তার দেখানো থেকে শুরু করে গান শোনা, ইসলামিক তথ্য আপডেট, সিমের যাবতীয় খুঁটিনাটি থেকে শুরু করে বাংলালিংক সিমের সমস্ত কিছু এই একটি অ্যাপস এর মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাপসটি অনেক ইউজার ফ্রেন্ডলি। যে কেউ খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। বাংলা ভাষা সাপোর্ট করার জন্য খুব কম সময়ে সহজে সবাই অ্যাপসটি ব্যবহার করতে পারে।
অপকারিতা:
অ্যাপস টি ব্যবহারে উপকারের পাশাপাশি অপকারিতা রয়েছে। এই অ্যাপস টি ব্যবহার করে একটি সিমের যাবতীয় তথ্য দেখা যায়। এমনকি আপনি কখন কার সাথে কোন নাম্বারে কথা বলেছেন এই বিস্তারিত জানা যায়। যদি কেউ তার নিজের ফোনে আপনার নাম্বার দিয়ে রেজিস্টার করে ফেলে তাহলে সে আপনার নাম্বারের যাবতীয় তথ্য দেখতে পারবে। এজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সব ধরনের ওটিপি পিন আপনার ব্যক্তিগত। অন্য কারো সাথে ওটিপি পিন শেয়ার করা থেকে বিরত থাকুন।