বিভিন্ন সময়ে বিকাশ অ্যাপ এ নতুন নতুন ফিচার যুক্ত হয়ে থাকে। দীর্ঘদিন পর আবারও যুক্ত হল নতুন একটি ফিচার। যার নাম 'মাই অফার'। এই 'মাই অফার' এর মাধ্যমে বিকাশের গ্রাহকগণ বিকাশ এপস এর মাধ্যমে নিজের একাউন্টের অপরসমূহ জানতে পারবে। বিভিন্ন ধরনের ক্যাশব্যাক সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার থাকছে গ্রাহকগণের জন্য।
বিকাশের নতুন ফিচার কি?
মাই অফার ফিচারের জন্য বিকাশের গ্রাহকগণ তবে নিজে নিজে একাউন্টের অপরসমূহ জানতে পারবে। ফলে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফারসহ আকর্ষণীয় অনেক পুরস্কার পেতে পারে। তবে সব একাউন্টের জন্য একই অফার থাকবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ধরনের অফার এবং ক্যাশব্যাক অফার থাকবে। কার্ড টু বিকাশ, সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, পেমেন্ট সহ বিকাশের বিভিন্ন ফিচার ব্যবহার করার ফলে থাকবে আকর্ষণীয় ক্যাশব্যাক।
বিকাশ অ্যাপস অথবা বিকাশ মেনু থেকে 'মাই অফার' অপশনে ক্লিক করলে একজন গ্রাহক তার নির্ধারিত অফার সমূহ দেখতে পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, 'মাই অফারের' কিছু অফার সমূহ। নিচে বিকাশের কয়েকটি অফার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
![]() |
বিকাশ মাই অফার |
৩০ টাকা ক্যাশব্যাক:
আগের মত এখন কষ্ট করে ব্যাংক থেকে টাকা উঠানো লাগেনা। খুব সহজেই আপনি আপনার বিকাশ একাউন্টের মাধ্যমে ব্যাংকের টাকা নিজের মোবাইলে নিয়ে আসতে পারবেন। ব্যাংক থেকে নিজের বিকাশ একাউন্টে ৪৬০০ টাকা এডমানি করলেই পাচ্ছেন ৩০ টাকা ক্যাশব্যাক। আপনার বিকাশ অ্যাপ থেকে অথবা বিকাশ মেনু থেকে ব্যাংক টু বিকাশ সিলেক্ট করে ৪৬০০ টাকা বা তার বেশি পরিমাণ টাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে নিজ bkash একাউন্টে টাকা এডমানি করলেই সাথে সাথে ৩০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
৩০ টাকা ক্যাশব্যাক এর এই অফারটি নিতে আপনার বিকাশ অ্যাপসের 'মাই অফার' অপশনে ক্লিক করুন। তারপর সেখানে এই অফারটি সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন।
২০ টাকা ক্যাশব্যাক:
যেকোনো বিকাশ এজেন্ট থেকে আপনি যদি আপনার বিকাশ একাউন্টে ৪৬০০ টাকা বা তার বেশি পরিমাণ টাকা ক্যাশ ইন করেন তাহলে সাথে সাথেই বিশ টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক অফার গুলো বিকাশের গ্রাহকদের লেনদেনের উপর নির্ভর করে। সময় ভেদে ক্যাশব্যাক এর অফার গুলো পরিবর্তিত হতে পারে। এই অফারটিও আপনি আপনার বিকাশ একাউন্টের 'মাই অফার' অপশনে ক্লিক করে দেখতে পারবেন।
৩৫ টাকা ক্যাশব্যাক:
প্রতিটা ব্যাংক থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড প্রদান করে থাকে। আপনার যদি কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনারও একটি কার্ড রয়েছে। তাই আপনার চলমান কার্ড থেকে ৪৬০০ টাকা বা তার বেশি পরিমাণ টাকা বিকাশ একাউন্টে নিয়ে আসেন তাহলে ৩৫ টাকা ক্যাশব্যাক পাবেন। এই অফারটিও আপনি আপনার বিকাশ একাউন্টের 'মাই অফার' অপশনে দেখতে পাবেন।
৫০ টাকা ক্যাশব্যাক:
কার্ড থেকে আপনি যদি আপনার বিকাশ একাউন্টে ৫০০০ টাকা বা তার বেশি পরিমাণ টাকা নিয়ে আসেন তাহলে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। এ ধরনের সমস্ত অফার গুলো আপনি আপনার বিকাশ একাউন্টের মাই 'অফার অপশন' থেকে দেখতে পারবেন।
এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের অফার এখানে বিদ্যমান থাকে। তাই সময় ও সুযোগ ভেদে অফার গুলো পরিবর্তিত হওয়ার আগেই সুযোগটি কাজে লাগাতে পারেন।
এই ক্যাশ অফার গুলো আপনি যদি কোন একটি পূরণ করে থাকেন তাহলে লেনদেনের পরবর্তী কার্য দিবসের মধ্যে আপনার বিকাশ একাউন্টে সরাসরি ক্যাশব্যাকটি চলে আসবে। তাই অফার গুলো নেওয়ার জন্য লেনদেনের সময় থেকে কমপক্ষে ৪৮ ঘন্টা দেরি করবেন।