Meta Inc. নিয়মিত তাদের ফেসবুক মেসেঞ্জারের আপডেট নিয়ে আসছে। সারা বিশ্বে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুকের জনপ্রিয়তা সব থেকে বেশি। যে হারে মানুষ ফেসবুক ব্যবহার করে পাশাপাশি মেসেঞ্জার ব্যবহার করে না এমন লোক সংখ্যা নেই বললেই চলে। তথ্য আদান প্রদানের জন্য এবং একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জারের গুরুত্ব অপরিসীম। সারা বিশ্বের প্রায় এক বিলিয়ন মানুষের বেশি মানুষ প্রতিনিয়ত ফেসবুক মেসেঞ্জারের এপস ব্যবহার করে চলেছে। এইজন্যে Meta কিছু না কিছু নতুন নতুন ফিচার আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কিছুদিন ধরে ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি অপশন দেখা যাচ্ছে। আর সেটি হচ্ছে “BUMP MESSAGE”। ফেসবুক মেসেঞ্জার অ্যাপসের লেটেস্ট আপডেটের পর থেকেই এই নতুন ফিচারটি লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই জানে না নতুন এই BUMP MESSAGE ফিচারটির কাজ কি। আজ আমাদের এই আর্টিকেলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব মেসেঞ্জারে নতুন এই অপশনের কাজ কি। আশা করি সকলে গুরুত্ব সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন।
'Bump Message' ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট |
মেসেঞ্জার এর নতুন এই অপশনটি আপনি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিতে হবে। আপডেট না করা পর্যন্ত এই ফিসারের কোন কার্যক্রম আপনি ব্যবহার করতে পারবেন না।
বিঃদ্রঃ আপনি যদি ফেসবুক মেসেঞ্জারে অ্যাপটি আপডেট করার পরেও নতুন এই BUMP MESSAGE অপশনটি না পান তাহলে চিন্তার কোন ধরনের কারণ নেই। কারণ এই আপডেটের পর যদি এই অপশন না পান তাহলে সামনের আপডেট এ অবশ্যই পাবেন।
ফেসবুক মেসেঞ্জারে এ “BUMP MESSAGE” কী?
যেকোন মেসেজ কে কোনো ধরনের copy paste অথবা রিপ্লাই ছাড়া সবচেয়ে দ্রুততম সময়ে mention করতে এবং অপর ব্যাবহারকারীকে জানানোর জন্য মেসেঞ্জার এর নতুন এই পিকচারটি ব্যবহার করা হয়। আপনি যদি পূর্বে কোনো ছবি, ভিডিও কিংবা লেখা পাঠানোর পর অন্যান্য কাজের ফাঁকে অপর ব্যক্তিকে মেনশন করা লাগতে পারে। এখন থেকে আপনি মেনশন না দিয়ে মেসেঞ্জারে নতুন ফিচার BUMP MESSAGE অপশনটি ব্যবহার করতে পারেন। এতে করে অনেক কম সময়ে অপর প্রান্তের ব্যক্তির কাছে নোটিফিকেশন যাবে।
এর মাধ্যমে আপনি যদি কোন রিপ্লাই না দিয়ে থাকেন তাহলে আপনার আগের পাঠানো মেসেজ ছবি কিংবা লেখা ইত্যাদি আপনি চেপে ধরার পর BUMP MESSAGE অপশনটি পাবেন। তারপর BUMP MESSAGE অপশনে ক্লিক করার পর আপনার সেই ছবি কিংবা মেসেজটি অপর ব্যক্তির কাছে নোটিফিকেশন এর মত শো করবে। এর ক্ষেত্রে আপনার সময় অনেকটা বেঁচে যাবে এবং মেসেঞ্জারে চ্যাটিং টা আরো অনেক মজাদার হবে।
আপনি কিভাবে 'Bump message' ফিচার টি ব্যাবহার করবেন?
নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে মেসেঞ্জার অ্যাপসে যেতে হবে। তারপর যেকোনো একটি চ্যাট লিস্ট ওপেন করতে হবে। এরপর আপনি যে মেসেজটি BUMP MESSAGE করতে চান সেই মেসেজটি চেপে ধরে রাখুন। এখন দেখতে পাবেন নিচে ডান কোনায় More option পাবেন। সেখান থেকে BUMP MESSAGE অপশনটির উপর ক্লিক করুন। এখন আপনার কাঙ্খিত মেসেজটি Bump হয়ে যাবে। আপনার BUMP MESSAGE করা মেসেজটির উপর You bumped your ( অথবা যার মেসেজ bump করবেন তার নাম) message লিখা থাকবে। এরপর যাকে BUMP MESSAGE করেছেন তার সামনে একটি নোটিফিকেশন শুরু করবে এবং আপনার BUMP MESSAGE করা মেসেজটি তার সামনে শো করবে।